Header Ads Widget

অষ্টসখী এবং তাদের মহৎ সেবা


ললিতা দেবীঃ-

-----------------

-ললিতাদেবীর মায়ের নাম সারদা এবং তাঁর পিতার নাম বিশোকা। তাঁর গাত্রবর্ণ গোরোচনার মতো পীতাভ সুন্দর, আর তিনি ময়ুরপুচ্ছ বর্ণের বসন পরিহিতা। ললিতার কুঞ্জ বিদ্যুদ্বর্ণের।

তাঁর ভাব হচ্ছে বিশুদ্ধ খন্ডিতা। তিনি বীণাবাদনে সুনিপুণা। দিব্য প্রেমিকযুগল রাধা শ্যামের প্রতি তাঁর সেবা হচ্ছে তাঁদেরকে তাম্বুল নিবেদন।,,


বিশাখা দেবীঃ-

------------------

-বিশাখাদেবীর মাতার নাম সুদক্ষিণা এবং পিতার নাম পবন গোপ। তাঁর অঙ্গকান্তি বিদ্যুৎপ্রভার মতো এবং তাঁর বসন তারকাখচিত। তাঁর কুঞ্জ মেঘবর্ণ। তাঁর ভাব স্বাধীনাভর্তুকা।

তিনি একজন সুদক্ষা মৃদঙ্গ বাদক।

রাধাকৃষ্ণের প্রতি তাঁর সেবা হচ্ছে তাঁদেরকে চন্দন, কর্পূর, অগুরু প্রভৃতি সুন্দর সুগন্ধি দ্রব্য নিবেদন।,,


তুঙ্গবিদ্যাঃ-

------------

-তাঁর মায়ের নাম মেঘা এবং পিতার নাম পুস্কর। তাঁর গাত্রবর্ণ চন্দন ও কর্পূরের মিশ্রনের ন্যায়। তিনি শ্বেতবসনা এবং তাঁর কুঞ্জ অরুনবর্ণ, উদীয়মান সূর্যের বর্ণের ন্যায়। তাঁর ভাব বিপ্রলম্ভ। তাঁর সেবা হচ্ছে সুরগীতি গান ও বাদ্যযন্ত্র বাদন।,,


চিত্রাদেবীঃ-

--------------

-তাঁর মায়ের নাম চর্চিকা এবং তাঁর পিতার নাম চতুরা।

তাঁর গাত্রবর্ণ কাশ্মীরের ন্যায় হরিদ্রাভ। তাঁর বসন স্ফটিকবর্ণ এবং তাঁর কুঞ্জ কিঞ্জল্কের মতো। চিত্রাদেবী সেতার বাদন করেন এবং তাঁর ভাব হচ্ছে দিবাভিসারিকা তাঁর সেবা হচ্ছে রাধাকৃষ্ণকে বসন ও অঙ্গাভরণ নিবেদন।,,


ইন্দ্রলেখা দেবীঃ-

-------------------

-তাঁর মাতা হচ্ছেন বাটিকা এবং তাঁর পিতার নাম অরম।

চম্পকলতা দেবীর গাত্রবর্ণ  প্রস্ফূটিত স্বর্ণচাপা ফুলের মতো এবং তাঁর বসন নীল ভ্রমর ডানার মতো উজ্জ্বল নীলাভ।

তাঁর কুঞ্জের বর্ণ গলিত সোনার মতো। তাঁর ভাব বাসকসজ্জা এবং তাঁর সেবা হচ্ছে রাধাকৃষ্ণকে চামর ব্যঞ্জন।,,


-শ্রীরঙ্গদেবীঃ-

----------------

তাঁর মায়ের নাম বরুণা এবং পিতা হচ্ছেন বাহিকা। তাঁর গাত্রবর্ণ  হচ্ছেন স্বর্ণপদ্মের পীতাভ বৃন্তের ন্যায়। তাঁর বসন জবাকুসুমবর্ণ। তাঁর কুঞ্জ শ্যামের মতো নবনীরদ বর্ণ। তাঁর ভাব উদ্বান্থিকা এবং তাঁর সেবা হচ্ছে অলক্ত নিবেদন।


শ্রীসুদেবীঃ-

------------

-তিনি রঙ্গদেবীর যমজ বোন। তাঁর গাত্রবর্ণ স্বর্ণাভ এবং তাঁর বসন নবোগত কচিপাতার মতো সবুজ। তাঁর কুঞ্জে সব কিছুই এমন কিশলয় শ্যামল। তাঁর ভাব হচ্ছে কলহন্তরিতা।

তাঁর সেবা হচ্ছে রাধাকৃষ্ণকে সুপেয় সুবাসিত বারি নিবেদন।,,


শ্রীচম্পকলতাঃ- শ্রীলবঙ্গমনঞ্জরী হলেন নাক তার নাম শ্রীচম্পকলতা।


(বিঃ- দ্রঃ- চম্পকলতা সম্পর্কে কোন তথ্য সংগ্রহে নাই, পাওয়া গেলে পরে জানানো হবে)