Header Ads Widget

সন্ধ্যা আরতি লিরিক্স- শ্রী গৌর আরতি

 


শ্রী শ্রী গৌর আরতি

_শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর
জয় জয় গোরাচাঁদের আরতিকো শোভা। 
জাহ্নবী-তটবনে জগমনোলোভা।।১।।
দক্ষিণে নিতাইচাঁদ, বামে গদাধর।
নিকটে অদ্বৈত, শ্রীনিবাস ছত্রধর।।২।।
বসিয়াছে গোরাচাঁদ রত্নসিংহাসনে। 
আরতি করেন ব্রহ্মা-আদি দেবগণে।।৩।।
নরহরি-আদি করি’চামর ঢুলায়।
সঞ্জয়-মুকুন্দ-বাসুঘোষ-আদি গায়।।৪।।
শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল। 
মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল।।৫।।
বহুকোটি চন্দ্র জিনি’বদন উজ্জ্বল। 
গলদেশে বনমালা করে ঝলমল।।৬।।
শিব-শুক-নারদ প্রেমে গদগদ। 
ভকতিবিনোদ দেখে গোরার সম্পদ।।৭।।
জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।


-কবি বীর বল্লভ দাস 
ভালি গোরা চাঁদের আরতি বনি ।
বাজে সংকীর্তনের সুমধুর ধনি । ।
শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতালও ।
মধুর মৃদঙ্গ বাজে সুনিতে রসালো । ।
বিবিধ কুসুমো ফুলে বনি বনমালা ।
শতকটি চন্দ্র প্রভুর বদনও উজ্জ্বলা । ।
ব্রহ্মা আদি দেব যাকো করজোড় করে।
সহস্রহ বদনে ফনি শিরে ছত্র ধরে।।
শিব শুক নারদ ব্যস বিহারে।
নহি প্ররাত পর ভাব বিহারে।।
শ্রী নিবাস হরি দাস মঙ্গল গায়ে।
নরহরি গদাধর চামর ঢুলায়ে।।
বীরবলভ দাস শ্রী গৌর চরণে আস।
জগ ভরি রহল মহিমা প্রকাশ।।


আরো পড়ুন