সনাতন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ঃ
০১। শ্রীমদ্ভাগবদ্ গীতার জ্ঞান সর্বপ্রথম লাভ করেন-
সূর্যদেব।
০২। কুরুক্ষেত্রে রণাঙ্গনে সর্বশেষ মৃত্যুবরণকারী
যোদ্ধা- পিতামহ ভীষ্ম।
০৩। ব্রহ্মাণ্ড নির্মাণের সময় প্রথম শব্দটি ছিল- ওঁ
(অউম)।
০৪। ঈশ্বরের প্রথম সাকার রূপ- ওঁকার।
০৫। ব্রহ্মবৈবত পুরাণ মতে নরককুণ্ডের সংখ্যা- ৮৬টি।
০৬। বেদকে কে চার ভাগে ভাগ করেন- মহর্ষি
কৃষ্ণদ্বৈপায়ণ বেদব্যাস।
০৭। বেদে ভগবান শিব কে আমরা- রুদ্র নামে জানি।
০৮। বৈদিক যুগে দেবতাদের প্রসন্ন করবার মাধ্যমে
ছিল- যজ্ঞ।
০৯। শ্রীমদ্ভাগবদ্ পুরাণের রচয়িতা- মহর্ষি বেদব্যাস।
১০। ইন্দ্রের সভার নাম- সুধর্ম।
১১। দ্বারকা নগরী ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত।
মহাভারতের কর্ণের পালক পিতার নাম- অধিরথ।
১২। স্বর্গের রাজধানীর নাম- অমরাবতী।
১৩। ভগবান বিষ্ণুরর বুকে- ঋষি ভৃগুর পদচিহ্ন রয়েছে।
১৪। ভগবান বিষ্ণুর তিন ধরণের নাগেরর উপর শয়নে
থাকেন যথা- পঞ্চনাগ, শীষনাগ এবং অনন্তনাগ।
১৫। শ্রীচৈতন্য ব্রাহ্মণ বর্ণে জন্মগ্রহণ করেন- ( পরে
প্রত্যাখ্যান করেন)।
১৬। ভগবান বিষ্ণুর নাভি-কমল থেকে উৎপত্তি ব্রহ্মার।
১৭। শ্রী শ্রী চণ্ডী ও শ্রী গীতায় শ্লোক সংখ্যা-
৭০০টি।
১৮। দেবী মাহাত্ম্য পাঠ করেন- ঋষি মেধস।
১৯। শ্রী শ্রী চণ্ডী মতে তিনজন প্রধান দেবী-
মহালক্ষ্মী, মহাকালী এবং মহাসরস্বতী।
২০। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে শরবিদ্ধ করেন-
জরা।
২১। কালিকা পুরাণ মতে মহিষাসুর দেবী দূর্গার সাথে
যুদ্ধের পূর্বে ভদ্রা কালীর আরাধনা করেন।
২২। এই পৃথিবীর জন্ম মধু এবং কৈটভের ভষ্ম থেকে।
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে"
"হরে"রাম"হরে"রাম"রাম"রাম"হরে"হরে"।।